Showing posts with label নার্সিং এ ক্যারিয়ার. Show all posts
Showing posts with label নার্সিং এ ক্যারিয়ার. Show all posts

Friday, September 25, 2020

নার্সিং এ ক্যারিয়ার

 Nursing career in Bangladesh
 
               













 




নার্সিং এক সম্মানজনক পেশা,একে খাটো করে 

দেখার সুযোগ নাই..


নার্সিং গ্রাজুয়েট (৪ বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং) রা যে 

শুধুমাত্র নার্সিং এ ক্যারিয়ার গড়তে পারে তা নয়,চাইলেই সে

 নিজেকে জেনারেল পেশায় নিযুক্ত করতে পারে। যেমন--

@জেনারেল বিসিএস ( ফরেন ক্যাডার, প্রশাসন, ইনকাম

 ট্যাক্স,পুলিশ ইত্যাদি) এর মাধ্যমে ১ম শ্রেনির কর্মকর্তা হতে

 পারে।

@বিভিন্ন সরকারী বেসরকারী ব্যাংক

@NSI officer, Police (SI), দুদক এর অফিসার, অডিট

 অফিসার, ইত্যাদি সকল জব এ নিজেকে চাইলেই নিজেকে

 যোগ্য প্রমান করে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।


#আর্মিতে নার্স রা এন্ট্রি পোষ্ট এ লেফটেন্যান্ট(১ম শ্রেণির) 

কর্মকর্তা হিসেবে যোগদান করে।পরবর্তীতে,

লেফটেন্যান্ট>ক্যাপ্টেন>মেজর> লেফটেন্যান্ট কর্নেল এ

 পদন্নোতি পায়।এ ক্ষেত্রে নিয়োগ প্রদান করে থাকে AFNS

( Armed Forces Nursing Services). এই জবের জন্য

 শুধু মাত্র নার্সিং এ গ্রাজুয়েশন (৪ বছর মেয়াদী বিএসসি

 ইন নার্সিং) করা এবং মেয়েদের সুযোগ প্রদান করে থাকে।

#সিনিয়র স্টাফ নার্স হিসেবে বিভিন্ন সরকারি হাসপাতালে

 নার্স কর্মকর্তাদের নিয়োগ প্রদান করে থাকে DGNM। 

এখানে B.Sc & Diploma in N করা (Male & Female) 

উভয়ের ই সুযোগ থাকে।

নিয়োগ পরীক্ষাটি পরিচালনা করে BPSC ।

এ ক্ষেত্রে এন্ট্রি পোষ্ট ২য় শ্রেণির হলেও পরবর্তীতে ক্রমান্বয়ে

১ম শ্রেণিতে পদন্নোতি হওয়ার সুযোগ আছে।

একটা নির্দিষ্ট সময় পর সরকারী খরচে হায়ার

 এডুকেশন,লিয়েন এ ফরেন কান্ট্রিতে জব এর সুযোগ,

দেশে-বিদেশে বিভিন্ন ট্রেইনিং এ অংশগ্রহন ইত্যাদি সুযোগ 

পেয়ে থাকে এ সকল নার্সিং কর্মকর্তা রা। যোগ্যতার ভিত্তিতে 

বিভিন্ন সরকারী নার্সিং কলেজ ও ইনষ্টিটিউট এ শিক্ষক 

হিসেবে পদায়ন পাওয়ার সুযোগ থাকে।

#সরকারী কর্মচারী হাসপাতাল,পুলিশ হাসপাতাল ইত্যাদি 

কিছু সরকারী প্রতিষ্ঠান এ ২য় শ্রেণিতে আলাদা ভাবে 

নিয়োগ প্রদান করে থাকে।

















#বিভিন্ন স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠান -

BSMMU(Hospital side), BEPZA, Public

 University

 ইত্যাদি তে ২য় শ্রেণির নার্সিং কর্মকর্তা হিসেবে নিয়োগ 

প্রদান করে থাকে।

#BSMMU (Nursing Department -Education),

যশোর বিজ্ঞান ও প্র.বিশ্ব. (নার্সিং এন্ড হেলথ সায়েন্স 

ফ্যাকাল্টি) -তে ১ম শেণি লেকচারার হিসেবে সরাসরি

 নিয়োগ প্রদান করা হয়ে থাকে। এ ক্ষেত্রে এমএসসি,

পিএইচডি ডিগ্রীধারী নার্সদের নিয়োগ প্রদান করে।

#বিভিন্ন বেসরকারী হাসপাতাল (i.e- স্কয়ার,

ইউনাইটেড ইত্যাদি),

#বিভিন্ন NGO(MSF, IOM,ICDDR,B , 

UNHCR, UNFPA, Red cross ইত্যাদি),

#বিভিন্ন ফাইভ স্টার হোটেল(Le meredian, 

Westin Int, Radison blue etc),

#বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল,

#Embassy (American Embassy, Sweden

 Embassy.. etc) তে স্মার্ট অনারিয়াম এ নার্সিং 

কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করে।

#বেসরকারি নার্সিং কলেজ 

(CRP, GrameenCalendonian etc),

 ইউনিভার্সিটি(IUBAT,state, etc) তে লেকচারার হিসেবে নিয়োগ

 প্রদান করে থাকে।

#দেশের বাইরে নার্স রা -

CGFNS, NCLEX, Prometric, HAAD ইত্যাদি পরীক্ষায় 

উত্তীর্ণ হওয়ার মাধ্যমে স্মার্ট ক্যারিয়ার গড়তে পারে।

নিউরণ প্লাস

নার্সিং ভর্তি কোচিং,রংপুর।