Nursing Admission 2024 |
Neuron Plus is nursing admission, nursing admission circular, nursing result, nursing admit card,nursing college information site. Mobile-01761-302441
Nursing Admission 2024 |
IHT & MATS Admission Test Circular 2020-21
bsc nursing |
বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা ২০১৯ প্রশ্ন ও সমাধান
১) ইনসুলিন নিঃসৃত হয় : অগ্নাশয়।
২) ভূগোল এর বিশেষণ : ভৌগোলিক।
৩) স্নায়ুতন্ত্রের একক : নিউরোন।
৪) হিমোগ্লোবিন থাকে : লোহিত রক্ত কণিকা।
৫) শিখা চিরন্তন : সোহরাওয়ার্দী উদ্যান।
৬) বাংলাদেশে মাতৃমৃত্যু : গর্ভপাত।
৭) active antonym : inactive.
৮) ১০ জন বালকের গড় বয়স ১৫ বছর। একজন বেশি হওয়াতে
গড় বয়স ১৬ বছর হলো। ১জন বালকের বয়স কত : ২৬বছর
৯) আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের ৪গুণ দৈর্ঘ্য ৮ফুট হলে ক্ষেত্রফল কত : ৩২
১০) অশীতিপরায়ন : বয়স্ক ব্যক্তি
১১) মৌলিক সংখ্যা : ৫৩
১২) আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত
গুণ হবে : চারগুণ
১৩) টাকা লেনদেনের নতুন অ্যাপ : ডিমানি
১৪) অসমাপ্ত আত্মজীবনীর সম্পাদক : শামসুজ্জামান খান।
১৫) X^0=1
১৬) x=2 হলে 5x=y+4 y=? : 6
১৭) জাতীয় ফল : কাঁঠাল
১৮) নিরাপদ সড়ক আইন ২০১৮ : ১ নভেম্বর ২০১৯
১৯) বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ স্বীকৃতি দেয় কোন সংস্থা? : UNESCO
২০) সীমান্ত : ভারত ও মায়ানমার
২১) চাঁদ : শশী
২২) Nobody believes a liar : Who believes a liar?
২৩) He has been ill ..... Friday last. : since
২৪) Put off
২৫) ধাতু ও ক্রিয়া পদের শেষে কোন প্রত্যয় যুক্ত হয় : কৃৎ প্রত্যয়
২৬) ২০১৯ সালে ক্রিকেট বিশ্ব কাপের অধিনায়ক : মাশরাফি
২৭) বৈদেশিক মুদ্রা : পোশাক শিল্প
২৮) ব্রোঞ্জ : কপার ও টিন
২৯) কয়লার প্রধান উপাদান : কার্বন
৩০) কষ্টিকসোডা : সোডিয়াম
৩১) ফরমালডিহাইড ৪০% : ফরমালিন
৩২) ৮০০ টাকায় ক্রয় করে ১০০০ টাকায় বিক্রয় করলে লাভ হয় : ২৫%
৩৩) শব্দের বেগ বেশি : ইস্পাতে
৩৪) নভো দূরবীক্ষণ : গ্যালিলিও
৩৫) জজসাহেব : কর্মধারয় সমাস, যিনি জজ, তিনিই সাহেব
৩৬) পাগলে কি না বলে। এখানে পাগলে কোন কারকে কোন বিভক্তি :
কর্তৃকারকে সপ্তমী বিভক্তি
৩৭) Honesty : abstract
৩৮) beautiful synonym : pretty
৩৯) অক্সিজেন সমৃদ্ধ রক্ত : ধমনী
৪০) কশেরুকা : ৩৩টি
৪১) প্রাণী কোষে থাকে না : কোষপ্রাচীর
৪২) I was glad to hear your success. Complex :
I was glad to hear that you have succeeded.
৪৩) সর্বোচ্চ খেতাব : বীরশ্রেষ্ঠ
৪৪) সর্কের আবহাওয়া অফিস : ঢাকা
৪৫) Independence : freedom
৪৬) মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক : পায়ের আওয়াজ + নুরুলদিন
(জোবায়ের'স জিকে ১৯'তম সংস্করণ পেজ : ২৪১)
৪৭) পারমাণবিক বিদ্যুৎ : রূপপুর
৪৮) জৈনক : জন+এক
৪৯) গরমিল : মিলের অভাব
৫০) 1+2×3×4+5+6+7+88+9+.......19 : 190
৫১) কোন সন্ধি কোনো নিয়ম মানে না : নিপাতনেসিদ্ধ
৫২) সার্চ লাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় : অবতল
৫৩) গলগন্ড হয় : আয়োডিনের অভাবে
৫৪) বিদ্যুৎ পরিবাহী : তামা
৫৬) চৌম্বক পদার্থ : লোহা
৫৭) তরঙ্গ দৈর্ঘ্য বেশি : লাল আলো
৫৮) শর্করা পরিপাক হয়ে : গ্লুকোজ
৫৯) বর্জ্য নিষ্কাশন : বৃক্ক
৬০) ৫০ওহম রোধ ২০০v তড়িৎ প্রবাহ : 4A
৬১) বিভব পার্থক্য পরিবর্তন করা হয় : ট্রান্সফরমার
৬২) কপার সালফেটের বর্ণ : নীল
৬৩) বৃক্ষ : বৃক্ষরাজি
৬৪) ৩ঃ১০ এর উত্তর রাশির মান ৯০ পুর্ব রাশির মান : ২৭
৬৫) ভাষার ক্ষুদ্রতম একক : ধ্বনি
৬৬) Competent : capable
67) if i were a king
৬৮) He is an L.L.B
৬৯) you and I are good friends.
৭০) It happened long ago
৭১) I might :
৭২) ৬.০২৩×১০^২৩
৭৩) ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ মূলত কে ছিলেন? : ভাষাবিদ
৭৪) কাদুনে গ্যাস : ক্লোরোপিকরিন
৭৫) বিদ্যুৎ উৎপাদনে বেশি ব্যবহৃত হয় : প্রাকৃতিকগ্যাস
৭৬) বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর : ট্রোপোস্ফিয়ার
৭৭) হেড মৌলভি : ইংরেজি + ফার্সি
৭৮) ২০১৯ অর্থনীতি তে নোবেলজয়ী ---- অভিজিৎ
৭৯) ক্যানসার সৃষ্টি : রেনিটিড
৮০) দৈর্ঘ্যের ক্ষুদ্রতম : মাইক্রোমিটার
৮১) তেজস্ক্রিয় তীব্রতার একক : কুরি
৮২) Singular : tooth
৮৩) রিকশার : জাপানি
৮৪) বাংলা দ্বিতীয় ভাষা : সিয়েরা লিওনের
৮৫) বিদূষা : বিদূষী
৮৬) প্রধানবিচারপতি নিয়োগ : রাষ্ট্রপতি
৮৭) বাংলা সনেট প্রবর্তক : মাইকেল
৮৮) ৩৫০ টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে
শতকরা ৪টাকা হারে ভ্যাট দিলে ভ্যাটদিতে হবে : ৪২ টাকা
৮৯) তদ্ভব শব্দ : চাঁদ
৯০) বিশুদ্ধ পানির PH : 7.0
৯১) প্রোটিন তৈরির কারখানা : রাইবোজোম
৯২) বাংলা সনেটের প্রবর্তক : মাইকেল মধুসূদন দত্ত
৯৩) চপল বিপরীত শব্দ : গম্ভীর
৯৪) ঠোঁটকাটা : স্পষ্টভাষী
৯৫) Dangerous : adjective
৯৬) I know him : He is known to me.
৯৭) He is rich but honest.
৯৮) He is Suffering from fever.
৯৯) মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল : ২
১০০) আইসোটোপে কোন টি সমান থাকে? : প্রোটন
Nursing admission 2023-2024 নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২৩ পরীক্ষার্থীর করনীয় |
নার্সিং এ পড়ার যোগ্যতা |
নার্সিং এ পড়ার যোগ্যতা
নার্সিং তিন প্রকার..
১। বি.এস.সি ইন নার্সিং : বিজ্ঞান বিভাগ থেকে ২০১৭ ও ১৮
সালে এস.এস.সি বা দাখিল পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০
পেতে হবে এবং ২০১৯ ও ২০ সালে এইচ.এস.সি বা আলিম
পরীক্ষায় জিপিএ ৩.০০ এবং জীববিজ্ঞানে নূন্যতম জিপিএ
৩.০০ পেয়ে মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।
কলেজ সংখ্যা : ১৩ টি, আসন সংখ্যা : ১২০০ টি ।
২। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি :
যোগ্যতা : ২০১৭ ও ১৮ সালে এস.এস.সি দাখিল, কারিগরি,
উন্মুক্ত বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫০ পেতে হবে
এবং ২০১৯ ও ২০ সালে এইচ.এস.সি,আলিম,বিএম বা সমমান
পরীক্ষায় জিপিএ ২.৫০ পেয়ে মোট জিপিএ ৬.০০ থাকতে হবে।
কলেজ সংখ্যা : ৪৬ টি, আসন সংখ্যা : ২৭৩০ টি ।
নার্সিং এ পড়ার যোগ্যতা |
৩।ডিপ্লোমা ইন মিডওয়াফইারি : ২০১৭ ও ১৮ সালে
এস.এস.সি দাখিল, কারিগরি, উন্মুক্ত বা সমমান পরীক্ষায়
নূন্যতম জিপিএ ২.৫০ পেতে হবে এবং ২০১৯ ও ২০ সালে
এইচ.এস.সি,আলিম,বিএম বা সমমান পরীক্ষায় জিপিএ ২.৫০
পেয়ে মোট জিপিএ ৬.০০ থাকতে হবে।
কলেজ সংখ্যা : ৪১ টি, আসন সংখ্যা : ১০৫০ টি ।
* শুধু মাত্র বিবাহিত ও অবিবাহিত মেয়েরা পড়তে পারবে।*
*** বেসরকারি নার্সিং পড়তে চাইলে নূন্যতম ৪০ নম্বর
পেয়ে পাশ করতে হবে*
Nursing career in Bangladesh |
নার্সিং এক সম্মানজনক পেশা,একে খাটো করে
দেখার সুযোগ নাই..
নার্সিং গ্রাজুয়েট (৪ বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং) রা যে
শুধুমাত্র নার্সিং এ ক্যারিয়ার গড়তে পারে তা নয়,চাইলেই সে
নিজেকে জেনারেল পেশায় নিযুক্ত করতে পারে। যেমন--
@জেনারেল বিসিএস ( ফরেন ক্যাডার, প্রশাসন, ইনকাম
ট্যাক্স,পুলিশ ইত্যাদি) এর মাধ্যমে ১ম শ্রেনির কর্মকর্তা হতে
পারে।
@বিভিন্ন সরকারী বেসরকারী ব্যাংক
@NSI officer, Police (SI), দুদক এর অফিসার, অডিট
অফিসার, ইত্যাদি সকল জব এ নিজেকে চাইলেই নিজেকে
যোগ্য প্রমান করে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।
#আর্মিতে নার্স রা এন্ট্রি পোষ্ট এ লেফটেন্যান্ট(১ম শ্রেণির)
কর্মকর্তা হিসেবে যোগদান করে।পরবর্তীতে,
লেফটেন্যান্ট>ক্যাপ্টেন>মেজর> লেফটেন্যান্ট কর্নেল এ
পদন্নোতি পায়।এ ক্ষেত্রে নিয়োগ প্রদান করে থাকে AFNS
( Armed Forces Nursing Services). এই জবের জন্য
শুধু মাত্র নার্সিং এ গ্রাজুয়েশন (৪ বছর মেয়াদী বিএসসি
ইন নার্সিং) করা এবং মেয়েদের সুযোগ প্রদান করে থাকে।
#সিনিয়র স্টাফ নার্স হিসেবে বিভিন্ন সরকারি হাসপাতালে
নার্স কর্মকর্তাদের নিয়োগ প্রদান করে থাকে DGNM।
এখানে B.Sc & Diploma in N করা (Male & Female)
উভয়ের ই সুযোগ থাকে।
নিয়োগ পরীক্ষাটি পরিচালনা করে BPSC ।
এ ক্ষেত্রে এন্ট্রি পোষ্ট ২য় শ্রেণির হলেও পরবর্তীতে ক্রমান্বয়ে
১ম শ্রেণিতে পদন্নোতি হওয়ার সুযোগ আছে।
একটা নির্দিষ্ট সময় পর সরকারী খরচে হায়ার
এডুকেশন,লিয়েন এ ফরেন কান্ট্রিতে জব এর সুযোগ,
দেশে-বিদেশে বিভিন্ন ট্রেইনিং এ অংশগ্রহন ইত্যাদি সুযোগ
পেয়ে থাকে এ সকল নার্সিং কর্মকর্তা রা। যোগ্যতার ভিত্তিতে
বিভিন্ন সরকারী নার্সিং কলেজ ও ইনষ্টিটিউট এ শিক্ষক
হিসেবে পদায়ন পাওয়ার সুযোগ থাকে।
#সরকারী কর্মচারী হাসপাতাল,পুলিশ হাসপাতাল ইত্যাদি
কিছু সরকারী প্রতিষ্ঠান এ ২য় শ্রেণিতে আলাদা ভাবে
নিয়োগ প্রদান করে থাকে।
#বিভিন্ন স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠান -
BSMMU(Hospital side), BEPZA, Public
University
ইত্যাদি তে ২য় শ্রেণির নার্সিং কর্মকর্তা হিসেবে নিয়োগ
প্রদান করে থাকে।
#BSMMU (Nursing Department -Education),
যশোর বিজ্ঞান ও প্র.বিশ্ব. (নার্সিং এন্ড হেলথ সায়েন্স
ফ্যাকাল্টি) -তে ১ম শেণি লেকচারার হিসেবে সরাসরি
নিয়োগ প্রদান করা হয়ে থাকে। এ ক্ষেত্রে এমএসসি,
পিএইচডি ডিগ্রীধারী নার্সদের নিয়োগ প্রদান করে।
#বিভিন্ন বেসরকারী হাসপাতাল (i.e- স্কয়ার,
ইউনাইটেড ইত্যাদি),
#বিভিন্ন NGO(MSF, IOM,ICDDR,B ,
UNHCR, UNFPA, Red cross ইত্যাদি),
#বিভিন্ন ফাইভ স্টার হোটেল(Le meredian,
Westin Int, Radison blue etc),
#বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল,
#Embassy (American Embassy, Sweden
Embassy.. etc) তে স্মার্ট অনারিয়াম এ নার্সিং
কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করে।
#বেসরকারি নার্সিং কলেজ
(CRP, GrameenCalendonian etc),
ইউনিভার্সিটি(IUBAT,state, etc) তে লেকচারার হিসেবে নিয়োগ
প্রদান করে থাকে।
#দেশের বাইরে নার্স রা -
CGFNS, NCLEX, Prometric, HAAD ইত্যাদি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার মাধ্যমে স্মার্ট ক্যারিয়ার গড়তে পারে।
নিউরণ প্লাস
নার্সিং ভর্তি কোচিং,রংপুর।