Sunday, September 27, 2020

Nursing admission 2022-23 | নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২৩

Nursing admission 2023-2024   নার্সিং ভর্তি পরীক্ষা 
২০২২-২৩ পরীক্ষার্থীর করনীয় 







  

















করোনা কালে আমাদের পড়াশুনা খুবই বাজে অবস্থার 
মধ্যে যাচ্ছে। 

তারপরও কিছু শিক্ষার্থী করোনা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
 তাদের পড়াশুনা নিয়মিত চালিয়ে যাচ্ছে।

তাদের লক্ষ্য একটাই ভালো কোন ভার্সিটি বা সরকারি  কোন
 নার্সিং কলেজে চান্স পাওয়া।আর এজন্যই তারা অলস সময়
 টাকে কাজে লাগিয়ে ভর্তি যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে।কেননা
 করোনার মধ্যে অনেক সময় এমনিতেই অপচয় হয়েছে,তাই
 HSC পরীক্ষা শেষ হওয়া মাত্রই নার্সিং সহো সব ভার্সিটির 
ভর্তি যুদ্ধে সব শিক্ষার্থী কে অংশগ্রহণ করতে হবে।

 







নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর সময় খুবই কম পাওয়া যাবে ।
এজন্য শিক্ষার্থীদের এখনি কোন ভালো কোচিং সেন্টার এ ভর্তি
 হয়ে সুনির্দিষ্ট একটা গাইড লাইন নিয়ে পড়াশুনা করা উচিৎ।
বিশেষ করে নার্সিং ভর্তি পরীক্ষায় এবার অনেক কম্পিটিশন 
হবে,কারণ করোনা কালে সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে নার্সিং এ।
তাছাড়া এ পেশায় বেকার নাই বল্লেই চলে।দিন দিন এ পেশার 
মূল্যায়ন দেশে বিদেশে সমাদৃত হচ্ছে।

নার্সিং ২০২২-২০২৩ সার্কুলার HSC পরীক্ষা শেষ হওয়া মাত্রই
ছারার কথা তাই সময় টাকে সর্বচ্চো কাজে লাগিয়ে নিজেকে ভর্তি 
পরীক্ষায় এগিয়ে রাখার এখনি সময়।

নিউরণ প্লাস,রংপুর 
01761-302441




No comments:

Post a Comment