Sunday, September 27, 2020

Nursing admission 2022-23 | নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২৩

Nursing admission 2023-2024   নার্সিং ভর্তি পরীক্ষা 
২০২২-২৩ পরীক্ষার্থীর করনীয় 







  

















করোনা কালে আমাদের পড়াশুনা খুবই বাজে অবস্থার 
মধ্যে যাচ্ছে। 

তারপরও কিছু শিক্ষার্থী করোনা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
 তাদের পড়াশুনা নিয়মিত চালিয়ে যাচ্ছে।

তাদের লক্ষ্য একটাই ভালো কোন ভার্সিটি বা সরকারি  কোন
 নার্সিং কলেজে চান্স পাওয়া।আর এজন্যই তারা অলস সময়
 টাকে কাজে লাগিয়ে ভর্তি যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে।কেননা
 করোনার মধ্যে অনেক সময় এমনিতেই অপচয় হয়েছে,তাই
 HSC পরীক্ষা শেষ হওয়া মাত্রই নার্সিং সহো সব ভার্সিটির 
ভর্তি যুদ্ধে সব শিক্ষার্থী কে অংশগ্রহণ করতে হবে।

 







নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর সময় খুবই কম পাওয়া যাবে ।
এজন্য শিক্ষার্থীদের এখনি কোন ভালো কোচিং সেন্টার এ ভর্তি
 হয়ে সুনির্দিষ্ট একটা গাইড লাইন নিয়ে পড়াশুনা করা উচিৎ।
বিশেষ করে নার্সিং ভর্তি পরীক্ষায় এবার অনেক কম্পিটিশন 
হবে,কারণ করোনা কালে সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে নার্সিং এ।
তাছাড়া এ পেশায় বেকার নাই বল্লেই চলে।দিন দিন এ পেশার 
মূল্যায়ন দেশে বিদেশে সমাদৃত হচ্ছে।

নার্সিং ২০২২-২০২৩ সার্কুলার HSC পরীক্ষা শেষ হওয়া মাত্রই
ছারার কথা তাই সময় টাকে সর্বচ্চো কাজে লাগিয়ে নিজেকে ভর্তি 
পরীক্ষায় এগিয়ে রাখার এখনি সময়।

নিউরণ প্লাস,রংপুর 
01761-302441




Saturday, September 26, 2020

নার্সিং এ পড়ার যোগ্যতা

নার্সিং এ পড়ার যোগ্যতা


          










নার্সিং এ পড়ার যোগ্যতা 

নার্সিং তিন প্রকার.. 

১। বি.এস.সি ইন নার্সিং : বিজ্ঞান বিভাগ থেকে ২০১৭ ও ১৮

 সালে এস.এস.সি বা দাখিল পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ 

পেতে হবে এবং ২০১৯ ও ২০ সালে এইচ.এস.সি বা আলিম 

পরীক্ষায় জিপিএ ৩.০০ এবং জীববিজ্ঞানে নূন্যতম জিপিএ

 ৩.০০ পেয়ে মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। 

কলেজ সংখ্যা : ১৩ টি, আসন সংখ্যা : ১২০০ টি ।


          ২। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি :

 যোগ্যতা :  ২০১৭ ও ১৮ সালে এস.এস.সি দাখিল, কারিগরি,

 উন্মুক্ত বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫০ পেতে হবে

 এবং ২০১৯ ও ২০ সালে এইচ.এস.সি,আলিম,বিএম বা সমমান

 পরীক্ষায় জিপিএ ২.৫০ পেয়ে মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। 

কলেজ সংখ্যা : ৪৬ টি, আসন সংখ্যা : ২৭৩০ টি ।




নার্সিং এ পড়ার যোগ্যতা




 








        ৩।ডিপ্লোমা ইন মিডওয়াফইারি  : ২০১৭ ও ১৮ সালে 

এস.এস.সি দাখিল, কারিগরি, উন্মুক্ত বা সমমান পরীক্ষায় 

নূন্যতম জিপিএ ২.৫০ পেতে হবে এবং ২০১৯ ও ২০ সালে 

এইচ.এস.সি,আলিম,বিএম বা সমমান পরীক্ষায় জিপিএ ২.৫০ 

পেয়ে মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। 

কলেজ সংখ্যা : ৪১ টি, আসন সংখ্যা : ১০৫০ টি ।


* শুধু মাত্র বিবাহিত ও অবিবাহিত মেয়েরা পড়তে পারবে।*

*** বেসরকারি নার্সিং পড়তে চাইলে নূন্যতম  ৪০ নম্বর 

পেয়ে পাশ করতে হবে*

Friday, September 25, 2020

নার্সিং এ ক্যারিয়ার

 Nursing career in Bangladesh
 
               













 




নার্সিং এক সম্মানজনক পেশা,একে খাটো করে 

দেখার সুযোগ নাই..


নার্সিং গ্রাজুয়েট (৪ বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং) রা যে 

শুধুমাত্র নার্সিং এ ক্যারিয়ার গড়তে পারে তা নয়,চাইলেই সে

 নিজেকে জেনারেল পেশায় নিযুক্ত করতে পারে। যেমন--

@জেনারেল বিসিএস ( ফরেন ক্যাডার, প্রশাসন, ইনকাম

 ট্যাক্স,পুলিশ ইত্যাদি) এর মাধ্যমে ১ম শ্রেনির কর্মকর্তা হতে

 পারে।

@বিভিন্ন সরকারী বেসরকারী ব্যাংক

@NSI officer, Police (SI), দুদক এর অফিসার, অডিট

 অফিসার, ইত্যাদি সকল জব এ নিজেকে চাইলেই নিজেকে

 যোগ্য প্রমান করে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।


#আর্মিতে নার্স রা এন্ট্রি পোষ্ট এ লেফটেন্যান্ট(১ম শ্রেণির) 

কর্মকর্তা হিসেবে যোগদান করে।পরবর্তীতে,

লেফটেন্যান্ট>ক্যাপ্টেন>মেজর> লেফটেন্যান্ট কর্নেল এ

 পদন্নোতি পায়।এ ক্ষেত্রে নিয়োগ প্রদান করে থাকে AFNS

( Armed Forces Nursing Services). এই জবের জন্য

 শুধু মাত্র নার্সিং এ গ্রাজুয়েশন (৪ বছর মেয়াদী বিএসসি

 ইন নার্সিং) করা এবং মেয়েদের সুযোগ প্রদান করে থাকে।

#সিনিয়র স্টাফ নার্স হিসেবে বিভিন্ন সরকারি হাসপাতালে

 নার্স কর্মকর্তাদের নিয়োগ প্রদান করে থাকে DGNM। 

এখানে B.Sc & Diploma in N করা (Male & Female) 

উভয়ের ই সুযোগ থাকে।

নিয়োগ পরীক্ষাটি পরিচালনা করে BPSC ।

এ ক্ষেত্রে এন্ট্রি পোষ্ট ২য় শ্রেণির হলেও পরবর্তীতে ক্রমান্বয়ে

১ম শ্রেণিতে পদন্নোতি হওয়ার সুযোগ আছে।

একটা নির্দিষ্ট সময় পর সরকারী খরচে হায়ার

 এডুকেশন,লিয়েন এ ফরেন কান্ট্রিতে জব এর সুযোগ,

দেশে-বিদেশে বিভিন্ন ট্রেইনিং এ অংশগ্রহন ইত্যাদি সুযোগ 

পেয়ে থাকে এ সকল নার্সিং কর্মকর্তা রা। যোগ্যতার ভিত্তিতে 

বিভিন্ন সরকারী নার্সিং কলেজ ও ইনষ্টিটিউট এ শিক্ষক 

হিসেবে পদায়ন পাওয়ার সুযোগ থাকে।

#সরকারী কর্মচারী হাসপাতাল,পুলিশ হাসপাতাল ইত্যাদি 

কিছু সরকারী প্রতিষ্ঠান এ ২য় শ্রেণিতে আলাদা ভাবে 

নিয়োগ প্রদান করে থাকে।

















#বিভিন্ন স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠান -

BSMMU(Hospital side), BEPZA, Public

 University

 ইত্যাদি তে ২য় শ্রেণির নার্সিং কর্মকর্তা হিসেবে নিয়োগ 

প্রদান করে থাকে।

#BSMMU (Nursing Department -Education),

যশোর বিজ্ঞান ও প্র.বিশ্ব. (নার্সিং এন্ড হেলথ সায়েন্স 

ফ্যাকাল্টি) -তে ১ম শেণি লেকচারার হিসেবে সরাসরি

 নিয়োগ প্রদান করা হয়ে থাকে। এ ক্ষেত্রে এমএসসি,

পিএইচডি ডিগ্রীধারী নার্সদের নিয়োগ প্রদান করে।

#বিভিন্ন বেসরকারী হাসপাতাল (i.e- স্কয়ার,

ইউনাইটেড ইত্যাদি),

#বিভিন্ন NGO(MSF, IOM,ICDDR,B , 

UNHCR, UNFPA, Red cross ইত্যাদি),

#বিভিন্ন ফাইভ স্টার হোটেল(Le meredian, 

Westin Int, Radison blue etc),

#বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল,

#Embassy (American Embassy, Sweden

 Embassy.. etc) তে স্মার্ট অনারিয়াম এ নার্সিং 

কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করে।

#বেসরকারি নার্সিং কলেজ 

(CRP, GrameenCalendonian etc),

 ইউনিভার্সিটি(IUBAT,state, etc) তে লেকচারার হিসেবে নিয়োগ

 প্রদান করে থাকে।

#দেশের বাইরে নার্স রা -

CGFNS, NCLEX, Prometric, HAAD ইত্যাদি পরীক্ষায় 

উত্তীর্ণ হওয়ার মাধ্যমে স্মার্ট ক্যারিয়ার গড়তে পারে।

নিউরণ প্লাস

নার্সিং ভর্তি কোচিং,রংপুর।

Wednesday, September 9, 2020

নার্সিং কেন পড়বেন..?

  

নার্সিং কেন পড়বেন..?








১.নার্সিং এখন 2nd ক্লাস জব,যা প্রাইমারী

 স্কুলের হেড মাষ্টার ও পুলিশের এস আই সমমান।

২.নার্সিং এ চান্স পেলেই সরকার কর্তৃক বৃত্তি ২,৪০,০০০/-

৩.HSC মানবিক,বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে 

নূন্যতম জি.পি.এ 2.50 পেয়ে আবেদন করা যায়। 

৪.নার্সিং কোর্স মাত্র ০৩ বছরেই কমপ্লিট হয়।আর 

অন্য দিকে অনার্স মাস্টার্স শেষ করতে সেশন জট

 সহ প্রায় ৭-৮ বছর লেগে যায়।

৫.নার্সিং পড়ে BCS ক্যাডার হওয়া যায় এবং

 Phd করা যায়। 

প্রধান শাখাঃ ১.তাজহাট আনছারি মোড়,রংপুর 

২.কলেজ রোড,রংপুর। 

01761-302441 

01788-242348




  বিস্তারিত জানতে ভিজিট করুণ 

     আমাদের ফেসবুক পেজঃ

            

Neuron Plus Nursing Admission Coaching