Friday, October 16, 2020

IHT & MATS Admission Test Circular 2020-21-সরকারি প্যারামেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি 2020-2021 ডাউনলোড

 IHT & MATS Admission Test Circular 2020-21


 
IHT & MATS Admission Test Circular 2020-21-
সরকারি প্যারামেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি 2020-2021
 পিডিএফ ডাউনলোড করতে  ছবির উপর ক্লিক করুন





Friday, October 9, 2020

বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা ২০১৯ -২০২০ সালের প্রশ্ন ও সমাধান


bsc nursing


























 তোমরা যারা বিএসসি নার্সিং ২০২০-২০২১
পরীক্ষা দিতে ইচ্ছুক তারা ২০১৯-২০২০
সালের প্রশ্ন ও সমাধান থেকে কিছুটা ধারনা নিতে পার। 


বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা ২০১৯ প্রশ্ন ও সমাধান 

১) ইনসুলিন নিঃসৃত হয় : অগ্নাশয়।

২) ভূগোল এর বিশেষণ : ভৌগোলিক।

৩) স্নায়ুতন্ত্রের একক : নিউরোন।

৪) হিমোগ্লোবিন থাকে : লোহিত রক্ত কণিকা।

৫) শিখা চিরন্তন : সোহরাওয়ার্দী উদ্যান।

৬) বাংলাদেশে মাতৃমৃত্যু : গর্ভপাত।

৭) active antonym : inactive.

৮) ১০ জন বালকের গড় বয়স ১৫ বছর। একজন বেশি হওয়াতে 

গড় বয়স ১৬ বছর হলো। ১জন বালকের বয়স কত : ২৬বছর

৯) আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের ৪গুণ দৈর্ঘ্য ৮ফুট হলে ক্ষেত্রফল কত : ৩২

১০) অশীতিপরায়ন : বয়স্ক ব্যক্তি


১১) মৌলিক সংখ্যা : ৫৩

১২) আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত 

গুণ হবে : চারগুণ

১৩) টাকা লেনদেনের নতুন অ্যাপ : ডিমানি

১৪) অসমাপ্ত আত্মজীবনীর সম্পাদক : শামসুজ্জামান খান।

১৫) X^0=1

১৬) x=2 হলে 5x=y+4 y=? : 6

১৭) জাতীয় ফল : কাঁঠাল

১৮) নিরাপদ সড়ক আইন ২০১৮ : ১ নভেম্বর ২০১৯

১৯) বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ স্বীকৃতি দেয় কোন সংস্থা? : UNESCO

২০) সীমান্ত : ভারত ও মায়ানমার


২১) চাঁদ : শশী

২২) Nobody believes a liar : Who believes a liar?

২৩) He has been ill ..... Friday last. : since

২৪) Put off

২৫) ধাতু ও ক্রিয়া পদের শেষে কোন প্রত্যয় যুক্ত হয় : কৃৎ প্রত্যয়

২৬) ২০১৯ সালে ক্রিকেট বিশ্ব কাপের অধিনায়ক : মাশরাফি

২৭) বৈদেশিক মুদ্রা : পোশাক শিল্প

২৮) ব্রোঞ্জ : কপার ও টিন

২৯) কয়লার প্রধান উপাদান : কার্বন

৩০) কষ্টিকসোডা : সোডিয়াম


৩১) ফরমালডিহাইড ৪০% : ফরমালিন

৩২) ৮০০ টাকায় ক্রয় করে ১০০০ টাকায় বিক্রয় করলে লাভ হয় : ২৫%

৩৩) শব্দের বেগ বেশি : ইস্পাতে

৩৪) নভো দূরবীক্ষণ : গ্যালিলিও

৩৫) জজসাহেব : কর্মধারয় সমাস, যিনি জজ, তিনিই সাহেব

৩৬) পাগলে কি না বলে। এখানে পাগলে কোন কারকে কোন বিভক্তি : 

কর্তৃকারকে সপ্তমী বিভক্তি

৩৭) Honesty : abstract

৩৮) beautiful synonym : pretty

৩৯) অক্সিজেন সমৃদ্ধ রক্ত : ধমনী

৪০) কশেরুকা : ৩৩টি

৪১) প্রাণী কোষে থাকে না : কোষপ্রাচীর

৪২) I was glad to hear your success. Complex : 

I was glad to hear that you have succeeded.

৪৩) সর্বোচ্চ খেতাব : বীরশ্রেষ্ঠ

৪৪) সর্কের আবহাওয়া অফিস : ঢাকা

৪৫) Independence : freedom

৪৬) মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক : পায়ের আওয়াজ + নুরুলদিন 

(জোবায়ের'স জিকে ১৯'তম সংস্করণ পেজ : ২৪১)

৪৭) পারমাণবিক বিদ্যুৎ : রূপপুর

৪৮) জৈনক : জন+এক

৪৯) গরমিল : মিলের অভাব

৫০) 1+2×3×4+5+6+7+88+9+.......19 : 190


৫১) কোন সন্ধি কোনো নিয়ম মানে না : নিপাতনেসিদ্ধ

৫২) সার্চ লাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় : অবতল

৫৩) গলগন্ড হয় : আয়োডিনের অভাবে

৫৪) বিদ্যুৎ পরিবাহী : তামা

৫৬) চৌম্বক পদার্থ : লোহা

৫৭) তরঙ্গ দৈর্ঘ্য বেশি : লাল আলো

৫৮) শর্করা পরিপাক হয়ে : গ্লুকোজ

৫৯) বর্জ্য নিষ্কাশন : বৃক্ক

৬০) ৫০ওহম রোধ ২০০v তড়িৎ প্রবাহ : 4A

৬১) বিভব পার্থক্য পরিবর্তন করা হয় : ট্রান্সফরমার

৬২) কপার সালফেটের বর্ণ : নীল

৬৩) বৃক্ষ : বৃক্ষরাজি

৬৪) ৩ঃ১০ এর উত্তর রাশির মান ৯০ পুর্ব রাশির মান : ২৭

৬৫) ভাষার ক্ষুদ্রতম একক : ধ্বনি

৬৬) Competent : capable

67) if i were a king

৬৮) He is an L.L.B

৬৯) you and I are good friends.

৭০) It happened long ago


৭১) I might :

৭২) ৬.০২৩×১০^২৩

৭৩) ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ মূলত কে ছিলেন? : ভাষাবিদ

৭৪) কাদুনে গ্যাস : ক্লোরোপিকরিন

৭৫) বিদ্যুৎ উৎপাদনে বেশি ব্যবহৃত হয় : প্রাকৃতিকগ্যাস

৭৬) বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর : ট্রোপোস্ফিয়ার

৭৭) হেড মৌলভি : ইংরেজি + ফার্সি

৭৮) ২০১৯ অর্থনীতি তে নোবেলজয়ী ---- অভিজিৎ

৭৯) ক্যানসার সৃষ্টি : রেনিটিড

৮০) দৈর্ঘ্যের ক্ষুদ্রতম : মাইক্রোমিটার

৮১) তেজস্ক্রিয় তীব্রতার একক : কুরি

৮২) Singular : tooth

৮৩) রিকশার : জাপানি

৮৪) বাংলা দ্বিতীয় ভাষা : সিয়েরা লিওনের

৮৫) বিদূষা : বিদূষী

৮৬) প্রধানবিচারপতি নিয়োগ : রাষ্ট্রপতি

৮৭) বাংলা সনেট প্রবর্তক : মাইকেল

৮৮) ৩৫০ টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে 

শতকরা ৪টাকা হারে ভ্যাট দিলে ভ্যাটদিতে হবে : ৪২ টাকা

৮৯) তদ্ভব শব্দ : চাঁদ

৯০) বিশুদ্ধ পানির PH : 7.0


৯১) প্রোটিন তৈরির কারখানা : রাইবোজোম

৯২) বাংলা সনেটের প্রবর্তক : মাইকেল মধুসূদন দত্ত

৯৩) চপল বিপরীত শব্দ : গম্ভীর

৯৪) ঠোঁটকাটা : স্পষ্টভাষী

৯৫) Dangerous : adjective

৯৬) I know him : He is known to me.

৯৭) He is rich but honest.

৯৮) He is Suffering from fever.

৯৯) মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল : ২

১০০) আইসোটোপে কোন টি সমান থাকে? : প্রোটন

Sunday, September 27, 2020

Nursing admission 2022-23 | নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২৩

Nursing admission 2023-2024   নার্সিং ভর্তি পরীক্ষা 
২০২২-২৩ পরীক্ষার্থীর করনীয় 







  

















করোনা কালে আমাদের পড়াশুনা খুবই বাজে অবস্থার 
মধ্যে যাচ্ছে। 

তারপরও কিছু শিক্ষার্থী করোনা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
 তাদের পড়াশুনা নিয়মিত চালিয়ে যাচ্ছে।

তাদের লক্ষ্য একটাই ভালো কোন ভার্সিটি বা সরকারি  কোন
 নার্সিং কলেজে চান্স পাওয়া।আর এজন্যই তারা অলস সময়
 টাকে কাজে লাগিয়ে ভর্তি যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে।কেননা
 করোনার মধ্যে অনেক সময় এমনিতেই অপচয় হয়েছে,তাই
 HSC পরীক্ষা শেষ হওয়া মাত্রই নার্সিং সহো সব ভার্সিটির 
ভর্তি যুদ্ধে সব শিক্ষার্থী কে অংশগ্রহণ করতে হবে।

 







নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর সময় খুবই কম পাওয়া যাবে ।
এজন্য শিক্ষার্থীদের এখনি কোন ভালো কোচিং সেন্টার এ ভর্তি
 হয়ে সুনির্দিষ্ট একটা গাইড লাইন নিয়ে পড়াশুনা করা উচিৎ।
বিশেষ করে নার্সিং ভর্তি পরীক্ষায় এবার অনেক কম্পিটিশন 
হবে,কারণ করোনা কালে সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে নার্সিং এ।
তাছাড়া এ পেশায় বেকার নাই বল্লেই চলে।দিন দিন এ পেশার 
মূল্যায়ন দেশে বিদেশে সমাদৃত হচ্ছে।

নার্সিং ২০২২-২০২৩ সার্কুলার HSC পরীক্ষা শেষ হওয়া মাত্রই
ছারার কথা তাই সময় টাকে সর্বচ্চো কাজে লাগিয়ে নিজেকে ভর্তি 
পরীক্ষায় এগিয়ে রাখার এখনি সময়।

নিউরণ প্লাস,রংপুর 
01761-302441




Saturday, September 26, 2020

নার্সিং এ পড়ার যোগ্যতা

নার্সিং এ পড়ার যোগ্যতা


          










নার্সিং এ পড়ার যোগ্যতা 

নার্সিং তিন প্রকার.. 

১। বি.এস.সি ইন নার্সিং : বিজ্ঞান বিভাগ থেকে ২০১৭ ও ১৮

 সালে এস.এস.সি বা দাখিল পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ 

পেতে হবে এবং ২০১৯ ও ২০ সালে এইচ.এস.সি বা আলিম 

পরীক্ষায় জিপিএ ৩.০০ এবং জীববিজ্ঞানে নূন্যতম জিপিএ

 ৩.০০ পেয়ে মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। 

কলেজ সংখ্যা : ১৩ টি, আসন সংখ্যা : ১২০০ টি ।


          ২। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি :

 যোগ্যতা :  ২০১৭ ও ১৮ সালে এস.এস.সি দাখিল, কারিগরি,

 উন্মুক্ত বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫০ পেতে হবে

 এবং ২০১৯ ও ২০ সালে এইচ.এস.সি,আলিম,বিএম বা সমমান

 পরীক্ষায় জিপিএ ২.৫০ পেয়ে মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। 

কলেজ সংখ্যা : ৪৬ টি, আসন সংখ্যা : ২৭৩০ টি ।




নার্সিং এ পড়ার যোগ্যতা




 








        ৩।ডিপ্লোমা ইন মিডওয়াফইারি  : ২০১৭ ও ১৮ সালে 

এস.এস.সি দাখিল, কারিগরি, উন্মুক্ত বা সমমান পরীক্ষায় 

নূন্যতম জিপিএ ২.৫০ পেতে হবে এবং ২০১৯ ও ২০ সালে 

এইচ.এস.সি,আলিম,বিএম বা সমমান পরীক্ষায় জিপিএ ২.৫০ 

পেয়ে মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। 

কলেজ সংখ্যা : ৪১ টি, আসন সংখ্যা : ১০৫০ টি ।


* শুধু মাত্র বিবাহিত ও অবিবাহিত মেয়েরা পড়তে পারবে।*

*** বেসরকারি নার্সিং পড়তে চাইলে নূন্যতম  ৪০ নম্বর 

পেয়ে পাশ করতে হবে*

Friday, September 25, 2020

নার্সিং এ ক্যারিয়ার

 Nursing career in Bangladesh
 
               













 




নার্সিং এক সম্মানজনক পেশা,একে খাটো করে 

দেখার সুযোগ নাই..


নার্সিং গ্রাজুয়েট (৪ বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং) রা যে 

শুধুমাত্র নার্সিং এ ক্যারিয়ার গড়তে পারে তা নয়,চাইলেই সে

 নিজেকে জেনারেল পেশায় নিযুক্ত করতে পারে। যেমন--

@জেনারেল বিসিএস ( ফরেন ক্যাডার, প্রশাসন, ইনকাম

 ট্যাক্স,পুলিশ ইত্যাদি) এর মাধ্যমে ১ম শ্রেনির কর্মকর্তা হতে

 পারে।

@বিভিন্ন সরকারী বেসরকারী ব্যাংক

@NSI officer, Police (SI), দুদক এর অফিসার, অডিট

 অফিসার, ইত্যাদি সকল জব এ নিজেকে চাইলেই নিজেকে

 যোগ্য প্রমান করে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।


#আর্মিতে নার্স রা এন্ট্রি পোষ্ট এ লেফটেন্যান্ট(১ম শ্রেণির) 

কর্মকর্তা হিসেবে যোগদান করে।পরবর্তীতে,

লেফটেন্যান্ট>ক্যাপ্টেন>মেজর> লেফটেন্যান্ট কর্নেল এ

 পদন্নোতি পায়।এ ক্ষেত্রে নিয়োগ প্রদান করে থাকে AFNS

( Armed Forces Nursing Services). এই জবের জন্য

 শুধু মাত্র নার্সিং এ গ্রাজুয়েশন (৪ বছর মেয়াদী বিএসসি

 ইন নার্সিং) করা এবং মেয়েদের সুযোগ প্রদান করে থাকে।

#সিনিয়র স্টাফ নার্স হিসেবে বিভিন্ন সরকারি হাসপাতালে

 নার্স কর্মকর্তাদের নিয়োগ প্রদান করে থাকে DGNM। 

এখানে B.Sc & Diploma in N করা (Male & Female) 

উভয়ের ই সুযোগ থাকে।

নিয়োগ পরীক্ষাটি পরিচালনা করে BPSC ।

এ ক্ষেত্রে এন্ট্রি পোষ্ট ২য় শ্রেণির হলেও পরবর্তীতে ক্রমান্বয়ে

১ম শ্রেণিতে পদন্নোতি হওয়ার সুযোগ আছে।

একটা নির্দিষ্ট সময় পর সরকারী খরচে হায়ার

 এডুকেশন,লিয়েন এ ফরেন কান্ট্রিতে জব এর সুযোগ,

দেশে-বিদেশে বিভিন্ন ট্রেইনিং এ অংশগ্রহন ইত্যাদি সুযোগ 

পেয়ে থাকে এ সকল নার্সিং কর্মকর্তা রা। যোগ্যতার ভিত্তিতে 

বিভিন্ন সরকারী নার্সিং কলেজ ও ইনষ্টিটিউট এ শিক্ষক 

হিসেবে পদায়ন পাওয়ার সুযোগ থাকে।

#সরকারী কর্মচারী হাসপাতাল,পুলিশ হাসপাতাল ইত্যাদি 

কিছু সরকারী প্রতিষ্ঠান এ ২য় শ্রেণিতে আলাদা ভাবে 

নিয়োগ প্রদান করে থাকে।

















#বিভিন্ন স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠান -

BSMMU(Hospital side), BEPZA, Public

 University

 ইত্যাদি তে ২য় শ্রেণির নার্সিং কর্মকর্তা হিসেবে নিয়োগ 

প্রদান করে থাকে।

#BSMMU (Nursing Department -Education),

যশোর বিজ্ঞান ও প্র.বিশ্ব. (নার্সিং এন্ড হেলথ সায়েন্স 

ফ্যাকাল্টি) -তে ১ম শেণি লেকচারার হিসেবে সরাসরি

 নিয়োগ প্রদান করা হয়ে থাকে। এ ক্ষেত্রে এমএসসি,

পিএইচডি ডিগ্রীধারী নার্সদের নিয়োগ প্রদান করে।

#বিভিন্ন বেসরকারী হাসপাতাল (i.e- স্কয়ার,

ইউনাইটেড ইত্যাদি),

#বিভিন্ন NGO(MSF, IOM,ICDDR,B , 

UNHCR, UNFPA, Red cross ইত্যাদি),

#বিভিন্ন ফাইভ স্টার হোটেল(Le meredian, 

Westin Int, Radison blue etc),

#বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল,

#Embassy (American Embassy, Sweden

 Embassy.. etc) তে স্মার্ট অনারিয়াম এ নার্সিং 

কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করে।

#বেসরকারি নার্সিং কলেজ 

(CRP, GrameenCalendonian etc),

 ইউনিভার্সিটি(IUBAT,state, etc) তে লেকচারার হিসেবে নিয়োগ

 প্রদান করে থাকে।

#দেশের বাইরে নার্স রা -

CGFNS, NCLEX, Prometric, HAAD ইত্যাদি পরীক্ষায় 

উত্তীর্ণ হওয়ার মাধ্যমে স্মার্ট ক্যারিয়ার গড়তে পারে।

নিউরণ প্লাস

নার্সিং ভর্তি কোচিং,রংপুর।

Wednesday, September 9, 2020

নার্সিং কেন পড়বেন..?

  

নার্সিং কেন পড়বেন..?








১.নার্সিং এখন 2nd ক্লাস জব,যা প্রাইমারী

 স্কুলের হেড মাষ্টার ও পুলিশের এস আই সমমান।

২.নার্সিং এ চান্স পেলেই সরকার কর্তৃক বৃত্তি ২,৪০,০০০/-

৩.HSC মানবিক,বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে 

নূন্যতম জি.পি.এ 2.50 পেয়ে আবেদন করা যায়। 

৪.নার্সিং কোর্স মাত্র ০৩ বছরেই কমপ্লিট হয়।আর 

অন্য দিকে অনার্স মাস্টার্স শেষ করতে সেশন জট

 সহ প্রায় ৭-৮ বছর লেগে যায়।

৫.নার্সিং পড়ে BCS ক্যাডার হওয়া যায় এবং

 Phd করা যায়। 

প্রধান শাখাঃ ১.তাজহাট আনছারি মোড়,রংপুর 

২.কলেজ রোড,রংপুর। 

01761-302441 

01788-242348




  বিস্তারিত জানতে ভিজিট করুণ 

     আমাদের ফেসবুক পেজঃ

            

Neuron Plus Nursing Admission Coaching